খুলনা থেকে ডেকে এনে গোপালগঞ্জে ধর্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2017-11-20 10:43:03.0 BdST
Updated: 2017-11-20 10:43:24.0 BdST
প্রেমের কথা বলে খুলনা থেকে ডেকে গোপালগঞ্জে এনে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক দেবাশীষ
বাড়ৈ (৩২) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কোনেরভিটা
গ্রামের দ্বীপ চান বাড়ৈর
ছেলে।
কোটালীপাড়া
থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর
রহমান বলেন, খুলনার তেরখাদা
উপজেলার সপ্তম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে মাসখানেক
আগে দেবাশীষের পরিচয় হয়।
“প্রেমের কথা
বলে দেবাশীষ তাকে ডেকে আনেন গোপালগঞ্জ
শহরে। শহর থেকে তাকে নিয়ে যান কোটালীপাড়ার লাটেঙ্গা গ্রামের মনির পাগলের আশ্রমে।
সেখানে দেবাশীয় ও তার এক সহযোগী
তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। আর আটক
করে দেবাশীষকে।”
তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে
জানিয়ে পরিদর্শক মোস্তাফিজুর
বলেন, এ ঘটনায় মামলার পর
দেবাশীষকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান
চলছে।
“দেবাশীষ
স্বীকার করেছেন তারা দুইজন মিলে তাকে ধর্ষণ করেছেন।”